ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির মামলায় এস কে সুরের বিচার শুরু

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 111

এস কে সুর

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর-এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ আদেশ দেন এবং ২০ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন।

আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক জানান, এদিন এস কে সুরকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। দুদকের পক্ষ থেকে প্রসিকিউটর শামসুদ্দিন মো. আবুল কালাম অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় অব্যাহতির বিষয়ে শুনানি হয়নি। অভিযোগ পাঠ করে শোনানোর সময় এস কে সুর নিজেকে নির্দোষ দাবি করেন। পরে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সন্দেহে তদন্ত শুরু হয়। তাকে নিজের ও তার ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ, দায়-দেনা ও আয়ের উৎসসহ বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তিনি গত বছরের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন, কিন্তু নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তা দাখিল করেননি।

এরপর গত বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারা অনুযায়ী মামলা দায়ের করেন। তদন্ত শেষে চলতি বছরের ২৫ আগস্ট এস কে সুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

গত ১৪ জানুয়ারি, দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে। সেদিনই তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আদালতের অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম এখন শুরু হলো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুর্নীতির মামলায় এস কে সুরের বিচার শুরু

সর্বশেষ আপডেট ০২:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর-এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ আদেশ দেন এবং ২০ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন।

আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক জানান, এদিন এস কে সুরকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। দুদকের পক্ষ থেকে প্রসিকিউটর শামসুদ্দিন মো. আবুল কালাম অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় অব্যাহতির বিষয়ে শুনানি হয়নি। অভিযোগ পাঠ করে শোনানোর সময় এস কে সুর নিজেকে নির্দোষ দাবি করেন। পরে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সন্দেহে তদন্ত শুরু হয়। তাকে নিজের ও তার ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ, দায়-দেনা ও আয়ের উৎসসহ বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তিনি গত বছরের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন, কিন্তু নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তা দাখিল করেননি।

এরপর গত বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারা অনুযায়ী মামলা দায়ের করেন। তদন্ত শেষে চলতি বছরের ২৫ আগস্ট এস কে সুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

গত ১৪ জানুয়ারি, দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে। সেদিনই তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আদালতের অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম এখন শুরু হলো।