দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি
- সর্বশেষ আপডেট ০৪:৫৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 100
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও বিজয়া দশমীতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ দাবি তোলা হয়।
মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে লিখিত বক্তব্যে বলেন, দুর্গাপূজা পাঁচ দিনব্যাপী হলেও সরকারি ছুটি থাকে মাত্র দুদিন। ফলে অনেকেই পারিবারিকভাবে পূজার আনন্দ উপভোগ করতে পারেন না এবং ধর্মীয় আচারে অংশ নিতে অসুবিধায় পড়েন। তাই তিন দিনের ছুটি জরুরি।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, পূজাকে ঘিরে সাম্প্রদায়িক হামলার ঝুঁকি বাড়তে পারে। ইতোমধ্যে কয়েক জেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। নির্বাচন সামনে থাকায় এবার মণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের স্থাপনা আরও বেশি ঝুঁকিতে পড়তে পারে।
মহাজোটের প্রধান প্রস্তাব
তিন দিনের ছুটি: অষ্টমী, নবমী ও দশমীতে সরকারি ছুটি ঘোষণা।
সিসিটিভি ও নিরাপত্তা: সব মন্দিরে সরকারি খরচে ক্যামেরা স্থাপন এবং পূজার আগেই নিরাপত্তা জোরদার।
সেনাবাহিনীর টহল: আগের মতো দেশব্যাপী সেনা মোতায়েন নিশ্চিত করা।
মনিটরিং সেল: দুর্গাপূজার নিরাপত্তা তদারকির জন্য একটি কেন্দ্রীয় সেল গঠন।
বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি অংশ নেন। বক্তারা হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতির তীব্র সমালোচনা করেন।

































