শিরোনাম
দুর্গাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ঝুমাসহ ৭ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৩:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 83
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে ও তদন্তের অগ্রগতি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
































