শিবপুরের আলোচিত হত্যাকাণ্ডের আসামি
দুবাই থেকে ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার মহসিন
- সর্বশেষ আপডেট ০৪:১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 228
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন।
পিবিআই জানিয়েছে, গত ২০ জুলাই মহসিন মিয়াকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইন্টারপোলের রেড এলার্টের ভিত্তিতে আটক করে স্থানীয় পুলিশ। এরপর ২১ জুলাই তাকে দেশে ফিরিয়ে এনে আদালতে হাজির করা হয়। সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। গ্রেপ্তার মহসিন মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েছ আলীর ছেলে।
পিবিআই পুলিশ সুপার আরও জানান, ২০২৩ সালের ২৩ জুন থেকে হারুনুর রশিদ খান হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। প্রাথমিক তদন্তে জানা যায়, মামলার অন্যতম আসামি মহসিন মিয়া ঘটনার পরপরই দেশত্যাগ করে দুবাইয়ে পালিয়ে যান। পরে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে শনাক্ত করা হয় এবং গ্রেপ্তারে রেড এলার্ট জারি করা হয়। দুবাই পুলিশের গ্রেপ্তারের পর বার্তা পেয়ে একটি বাংলাদেশি দল তাকে দেশে ফিরিয়ে আনে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে শিবপুরে নিজ বাসভবনে গুলি করে পালিয়ে যায় তিনজন অস্ত্রধারী দুর্বৃত্ত। এদের মধ্যে মহসিন মিয়াও ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়। গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদ খানকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৯৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে ৩১ মে মারা যান এই বর্ষীয়ান রাজনীতিবিদ।
মৃত্যুর আগেই নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে এখন পর্যন্ত মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা।
এই হত্যাকাণ্ড নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। জনপ্রিয় এবং প্রবীণ রাজনীতিবিদ হারুনুর রশিদ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা।
পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে এবং অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



































