দুই হাতে ২৮ হাজার কোটি টাকা ঢাললেন গার্দিওলা
- সর্বশেষ আপডেট ০৩:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 32
জানুয়ারির দলবদলে এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তিটি সম্পন্ন করেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি বোর্নমাউথ থেকে ঘানার উইঙ্গার অ্যান্টনি সেমেনিওকে দলে ভিড়িয়েছে ৭ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে। এই চুক্তির মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে সিটির কোচ পেপ গার্দিওলার দলবদল বাজারে হাতখোলা ব্যয়ের বিষয়টি।
ফুটবল বিশ্বে গার্দিওলা সর্বকালের অন্যতম সফল ও প্রভাবশালী কোচ হিসেবে পরিচিত। খেলার ধাঁচে বিপ্লব আনা এই স্প্যানিশ কোচের ঝুলিতে রয়েছে ইউরোপীয় ক্লাব ফুটবলের প্রায় সব বড় ট্রফি। তবে ২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর থেকে দলবদলের বাজারে তাঁর ব্যয়ের অঙ্ক বারবার প্রশ্নের জন্ম দিয়েছে।
ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, সেমেনিওকে কেনার মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার মোট দলবদল ব্যয় ২০০ কোটি ইউরো ছাড়িয়েছে। সিটির কোচ হিসেবে তিনি এ পর্যন্ত খেলোয়াড় কেনায় ব্যয় করেছেন ২০৩ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৮৮৮ কোটি ৯৩ লাখ টাকা। দলবদল বাজারের ইতিহাসে কোনো কোচেরই ২০০ কোটি ইউরোর বেশি খরচ করার নজির নেই।
বায়ার্ন মিউনিখ ছেড়ে সিটিতে যোগ দেওয়ার পর দলবদলের ক্ষেত্রে প্রায় পূর্ণ স্বাধীনতাই পেয়েছেন গার্দিওলা। এর পেছনে বড় ভূমিকা রয়েছে ক্লাবটির মালিক, আরব আমিরাতের রাজপরিবারের সদস্য ও ধনকুবের শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের বিপুল বিনিয়োগ। যদিও মোট ব্যয়ের অঙ্ক আকাশছোঁয়া, তবে খেলোয়াড় বিক্রির অর্থ বাদ দিলে গার্দিওলার নেট খরচ দাঁড়ায় ১০১ কোটি ইউরো, যা ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা আর্সেনালের চেয়ে কম। তবে প্রিমিয়ার লিগে কোচদের মধ্যে নেট খরচের দিক থেকেও শীর্ষে আছেন গার্দিওলাই।
ট্রান্সফারমার্কেটের হিসাবে, ২০১৬ সালে সিটিতে যোগ দেওয়ার পর থেকে যেকোনো লিগের কোচদের মধ্যে সবচেয়ে বেশি খরচ করেছেন গার্দিওলা। এই তালিকায় তাঁর কাছাকাছিও কেউ নেই। একই সময়ের হিসাবে ১২২ কোটি ইউরো ব্যয় করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। তৃতীয় স্থানে আছেন ইতালিয়ান কোচ আন্তোনিও কন্তে, যিনি চারটি ক্লাব মিলিয়ে ব্যয় করেছেন ১১৯ কোটি ইউরো।
শীর্ষ পাঁচে আরও রয়েছেন নাপোলির কোচ আন্তোনিও কন্তের পরেই অবস্থান করা এসি মিলানের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। গার্দিওলা সিটিতে যোগ দেওয়ার পরের সময়সীমায় আলেগ্রি দুটি ক্লাবে কোচিং করে মোট ১১৭ কোটি ইউরো খরচ করেছেন। একই অঙ্ক ব্যয় করেছেন ইংল্যান্ডের বর্তমান কোচ টমাস টুখেল, যিনি জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে চারটি ক্লাবের কোচ ছিলেন।
সব মিলিয়ে ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, কোচিং ক্যারিয়ারে এ পর্যন্ত মোট ২৫৮ কোটি ইউরো ব্যয় করেছেন পেপ গার্দিওলা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার ৭১৫ কোটি ৯৮ লাখ টাকা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ কোচ জোসে মরিনিও। বেনফিকার বর্তমান কোচ হিসেবে দায়িত্ব পালন করা মরিনিও তাঁর ক্যারিয়ারে ব্যয় করেছেন ১৯৯ কোটি ইউরো (প্রায় ২৮ হাজার ৩১৯ কোটি টাকা)। তৃতীয় স্থানে আছেন ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি, যিনি কোচিং জীবনে খরচ করেছেন ১৮০ কোটি ইউরো বা প্রায় ২৫ হাজার ৬১৫ কোটি ৮০ লাখ টাকা।




































