ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ, যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 185

দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ, যুবদল নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

রোববার (১৫ জুন) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদ খান দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার যেকোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। এছাড়া দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে, বহিষ্কৃত এই নেতার সঙ্গে কেউ যেন সাংগঠনিক সম্পর্ক না রাখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা — সৈয়দা রিজওয়ানা হাসান ও ফাওজুল কবির খান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তারা জানান, পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নের স্বার্থে সিলেটের কোনো পাথর কোয়ারি আর চালু করা হবে না এবং নতুন করে কোনো জায়গায় লিজও দেওয়া হবে না।

এই ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়েন পাথর শ্রমিক, পাথর ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা। তাদের সঙ্গে স্থানীয় জনতাও যোগ দেন। এ সময় উপদেষ্টাদের গাড়িবহর আটকে রেখে বিক্ষোভ করা হয়।

প্রায় আধা ঘণ্টার উত্তেজনার পর পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উপদেষ্টাদের নিরাপদে ঘটনাস্থল ত্যাগে সহায়তা করেন।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগেই যুবদল নেতা জাহিদ খানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ, যুবদল নেতা বহিষ্কার

সর্বশেষ আপডেট ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

রোববার (১৫ জুন) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদ খান দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার যেকোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। এছাড়া দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে, বহিষ্কৃত এই নেতার সঙ্গে কেউ যেন সাংগঠনিক সম্পর্ক না রাখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা — সৈয়দা রিজওয়ানা হাসান ও ফাওজুল কবির খান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তারা জানান, পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নের স্বার্থে সিলেটের কোনো পাথর কোয়ারি আর চালু করা হবে না এবং নতুন করে কোনো জায়গায় লিজও দেওয়া হবে না।

এই ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়েন পাথর শ্রমিক, পাথর ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা। তাদের সঙ্গে স্থানীয় জনতাও যোগ দেন। এ সময় উপদেষ্টাদের গাড়িবহর আটকে রেখে বিক্ষোভ করা হয়।

প্রায় আধা ঘণ্টার উত্তেজনার পর পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উপদেষ্টাদের নিরাপদে ঘটনাস্থল ত্যাগে সহায়তা করেন।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগেই যুবদল নেতা জাহিদ খানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্র।