চিকিৎসকদের সর্বশেষ তথ্য
দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, খুব সংকটাপন্ন ওসমান হাদি
- সর্বশেষ আপডেট ০৯:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 288
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার আগে ঢামেকে দীর্ঘ সময় ধরে জরুরি অস্ত্রোপচার হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি না দিলেও নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান হাদির অবস্থা নিয়ে বিস্তারিত জানান।
ডা. জাহিদ বলেন, “তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ক্রিটিক্যাল রোগী বলতে যা বোঝায়, ঠিক সেই অবস্থায়ই আছেন।”
হাদিকে হাসপাতালে আনার পর তার ‘সাইন অব লাইফ’ বা জীবিত থাকার লক্ষণ ছিল বলে জানান তিনি। অস্ত্রোপচারের সময়ও হাদির নিজস্ব শ্বাস-প্রশ্বাসের প্রচেষ্টা দেখা গেছে। “এখনও তিনি বেঁচে আছেন, তবে পরিস্থিতি খুবই জটিল,” বলেন তিনি।
চিকিৎসকের ভাষ্যে, অপারেশন চলাকালে হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
“নাক ও মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল। আমরা কোনো আশার কথা বলতে চাই না, তবে তিনি এখনও জীবিত আছেন—বাকিটা আল্লাহর হাতে।”
চিকিৎসকদের ধারণা, গুলিটি মাথার এক দিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বের হয়ে গেছে। তবে মস্তিষ্কের ভেতরে কিছু ধাতব খণ্ড বা ফ্রেগমেন্ট রয়ে গেছে।
ডা. জাহিদ বলেন, “বুলেট যদি ভেতরে থেকেও থাকত, তা মস্তিষ্কের কেন্দ্রীয় অংশে থাকত—যেখানে চিকিৎসাগতভাবে হস্তক্ষেপ করা যায় না। অপারেশনে আমরা খুব ছোট কয়েকটি ফ্রেগমেন্ট পেয়েছি এবং সেগুলো সংগ্রহ করেছি।”
হাদির শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করছেন।






































