ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ দেড়যুগের অবসান : বিরাটের রয়েল চ্যালেঞ্জার্স চ্যাস্পিয়ন

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 455

চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স

দেড় যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএল শিরোপা জয়ের স্বাদ পেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরুর পর থেকে প্রতিবারই ফেবারিটের তালিকায় থাকলেও, শিরোপা যেন অধরাই ছিল বিরাট কোহলির দলের জন্য। তিন-তিনবার ফাইনালে উঠেও ফিরতে হয়েছে খালি হাতে। তবে ২০২৫ সালে এসে বদলে গেল সেই চিত্রপট।

অহংকারের দিনটি এসেছে অবশেষে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা ঘরে তোলে বেঙ্গালুরু। আনন্দে ভাসেন বিরাট কোহলি ও তার দল।

এই ঐতিহাসিক মুহূর্তে গ্যালারিতে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, বেঙ্গালুরুর কিংবদন্তি সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের মতো তারকারা। দীর্ঘ প্রতীক্ষার অবসান দেখে তারাও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

টস হেরে আগে ব্যাট করতে নেমে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৯০ রান। জবাবে দুর্দান্ত লড়াই করেও পাঞ্জাব কিংস থেমে যায় ১৮৪ রানে। শেষ হাসি হেসে ইতিহাস গড়ল বেঙ্গালুরু — প্রথমবারের মতো আইপিএলের চ্যাম্পিয়ন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীর্ঘ দেড়যুগের অবসান : বিরাটের রয়েল চ্যালেঞ্জার্স চ্যাস্পিয়ন

সর্বশেষ আপডেট ০১:১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

দেড় যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএল শিরোপা জয়ের স্বাদ পেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরুর পর থেকে প্রতিবারই ফেবারিটের তালিকায় থাকলেও, শিরোপা যেন অধরাই ছিল বিরাট কোহলির দলের জন্য। তিন-তিনবার ফাইনালে উঠেও ফিরতে হয়েছে খালি হাতে। তবে ২০২৫ সালে এসে বদলে গেল সেই চিত্রপট।

অহংকারের দিনটি এসেছে অবশেষে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা ঘরে তোলে বেঙ্গালুরু। আনন্দে ভাসেন বিরাট কোহলি ও তার দল।

এই ঐতিহাসিক মুহূর্তে গ্যালারিতে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, বেঙ্গালুরুর কিংবদন্তি সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের মতো তারকারা। দীর্ঘ প্রতীক্ষার অবসান দেখে তারাও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

টস হেরে আগে ব্যাট করতে নেমে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৯০ রান। জবাবে দুর্দান্ত লড়াই করেও পাঞ্জাব কিংস থেমে যায় ১৮৪ রানে। শেষ হাসি হেসে ইতিহাস গড়ল বেঙ্গালুরু — প্রথমবারের মতো আইপিএলের চ্যাম্পিয়ন তারা।