ইউপিডিএফ -জেএসএস সংঘর্ষ
দীঘিনালার পাহাড়ে রক্তঝরা রাত, সংঘর্ষে নিহত ৪
- সর্বশেষ আপডেট ০১:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 168
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লোগাং ইউনিয়নের একটি দুর্গম এলাকায় পার্বত্য চট্টগ্রামের দুই আঞ্চলিক দল, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে নাড়াইছড়ির জোড়া সিন্ধু কার্বারিপাড়ায় এই গোলাগুলি শুরু হয়, যা শনিবার সকাল পর্যন্ত স্থায়ী ছিল বলে জানিয়েছে স্থানীয় সূত্র। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার সময় সেখানে কোনো মরদেহ পাওয়া যায়নি। কারা নিহত হয়েছেন—এ সম্পর্কেও এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগছে।”
এদিকে ইউপিডিএফ-এর জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, “শুক্রবার রাতে এলাকাটিতে কিছু ঘটেছে শুনেছি, তবে হতাহতের বিষয়টি নিশ্চিত নয়।”
স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ ও জেএসএস দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধে লিপ্ত রয়েছে। প্রায়শই উভয় পক্ষের মধ্যে এমন গোলাগুলির খবর পাওয়া যায়, যা সাধারণ পাহাড়ি জনজীবনে আতঙ্ক ছড়ায়।
































