দীঘিনালায় ২১তম মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসব
- সর্বশেষ আপডেট ০৫:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / 161
খাগড়াছড়ির দীঘিনালায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান ‘মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসব-২০২৫’ উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দক্ষিণ উদাল বাগান বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত দিনব্যাপী এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক তাঁর সহধর্মিণীসহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মেহেদী হাসান ও ক্যাপ্টেন আর. এম. ও. সাইফুদ্দিন।
অনুষ্ঠানে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে চীবর দান, বুদ্ধ-ধর্ম-সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন, পাঠ, পূজা ও শান্তি কামনার প্রার্থনাসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দক্ষিণ উদাল বাগান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনাবংশ থের এবং স্থানীয় দায়ক-দায়িকাদের উদ্যোগে আয়োজিত এই দানোৎসবে শত শত ভক্ত, ধর্মীয় অনুরাগী ও অতিথি অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, কঠিন চীবর দানোৎসব শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের পারস্পরিক সম্প্রীতি, সহানুভূতি এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



































