ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দিঘীনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ০২:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 84

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের দক্ষিণ নৌকাছড়া এলাকার বগরুমোহন কারবারি পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে স্থানীয় পাহাড়ি ও ত্রিপুরা জনগোষ্ঠীর পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই সঙ্গে নানা রোগের ওষুধও বিতরণ করা হয়।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক (পিএসসি)–এর নির্দেশনায় এ চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পে নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. শায়খউদ্দিন সাকলাইন (আরএমও)। সেনাবাহিনীর চিকিৎসক দল উপস্থিত হয়ে স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও উপযোগী ওষুধ সরবরাহ করেন।

দুর্গম এলাকায় নিয়মিত চিকিৎসা সুবিধা না থাকায় স্থানীয় মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত উপকারী হয়েছে। তারা জানান, দূরত্বের কারণে হাসপাতালে যাওয়া বেশ কঠিন; ফলে অনেক সময় ছোটখাটো অসুস্থতাও বড় রূপ নেয়। এ অবস্থায় সেনাবাহিনীর এই উদ্যোগকে তারা আশীর্বাদ হিসেবে দেখছেন।

ওষুধ নিতে আসা সবিতা রানী ত্রিপুরা বলেন, “বুকে ব্যথা নিয়ে এসেছিলাম। সেনাবাহিনীর ডাক্তার আমাকে পরীক্ষা করে ওষুধ দিয়েছেন। তাদের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞ।”

চিকিৎসা ক্যাম্পে দায়িত্ব পালনকারী ক্যাপ্টেন মো. শায়খউদ্দিন সাকলাইন বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থাকব।”

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

সর্বশেষ আপডেট ০২:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের দক্ষিণ নৌকাছড়া এলাকার বগরুমোহন কারবারি পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে স্থানীয় পাহাড়ি ও ত্রিপুরা জনগোষ্ঠীর পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই সঙ্গে নানা রোগের ওষুধও বিতরণ করা হয়।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক (পিএসসি)–এর নির্দেশনায় এ চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পে নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. শায়খউদ্দিন সাকলাইন (আরএমও)। সেনাবাহিনীর চিকিৎসক দল উপস্থিত হয়ে স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও উপযোগী ওষুধ সরবরাহ করেন।

দুর্গম এলাকায় নিয়মিত চিকিৎসা সুবিধা না থাকায় স্থানীয় মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত উপকারী হয়েছে। তারা জানান, দূরত্বের কারণে হাসপাতালে যাওয়া বেশ কঠিন; ফলে অনেক সময় ছোটখাটো অসুস্থতাও বড় রূপ নেয়। এ অবস্থায় সেনাবাহিনীর এই উদ্যোগকে তারা আশীর্বাদ হিসেবে দেখছেন।

ওষুধ নিতে আসা সবিতা রানী ত্রিপুরা বলেন, “বুকে ব্যথা নিয়ে এসেছিলাম। সেনাবাহিনীর ডাক্তার আমাকে পরীক্ষা করে ওষুধ দিয়েছেন। তাদের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞ।”

চিকিৎসা ক্যাম্পে দায়িত্ব পালনকারী ক্যাপ্টেন মো. শায়খউদ্দিন সাকলাইন বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থাকব।”

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।