দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা বিতরণ
- সর্বশেষ আপডেট ০৫:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 14
খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর রুশাদ। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ক্যাপ্টেন শাকলাইন। এছাড়া ক্যাপ্টেন হাসনাইন, বেতছড়ি ও চংড়াছড়ি ক্যাম্পের সাব-জোন কমান্ডারসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মেরুং হাইস্কুল মাঠে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি মেরুং অস্থায়ী সেনা ক্যাম্পে শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা উল্লেখ করেছেন, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


































