ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

দীঘিনালায় মহান বিজয় দিবসে শহীদ মিনারে ফুল শূন্য চিত্র

নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৫:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 80

দীঘিনালায় মহান বিজয় দিবসে শহীদ মিনারে ফুল শূন্য চিত্র

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় আজ ১৬ ডিসেম্বর ২০২৫, ৫৫তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকে দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তবে বিকেল আনুমানিক ৩টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে অর্পিত পুষ্পস্তবক ও ফুলের কোনো চিহ্নই শহীদ মিনারে নেই। মহান বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় দিবসে শহীদ মিনারের এমন শূন্য ও অবহেলিত চিত্র সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।

ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। দীঘিনালার সচেতন ও দেশপ্রেমিক নাগরিকরা ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন এবং প্রশ্ন তোলেন—বিজয় দিবসের দিনেই কীভাবে শহীদ মিনার থেকে ফুল সরিয়ে ফেলা হলো। অনেকেই বিষয়টিকে শহীদদের প্রতি অবমাননাকর ও চরম দায়িত্বহীনতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয়দের মতে, মহান বিজয় দিবসে শহীদ মিনারের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

দীঘিনালায় মহান বিজয় দিবসে শহীদ মিনারে ফুল শূন্য চিত্র

সর্বশেষ আপডেট ০৫:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় আজ ১৬ ডিসেম্বর ২০২৫, ৫৫তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকে দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তবে বিকেল আনুমানিক ৩টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে অর্পিত পুষ্পস্তবক ও ফুলের কোনো চিহ্নই শহীদ মিনারে নেই। মহান বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় দিবসে শহীদ মিনারের এমন শূন্য ও অবহেলিত চিত্র সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।

ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। দীঘিনালার সচেতন ও দেশপ্রেমিক নাগরিকরা ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন এবং প্রশ্ন তোলেন—বিজয় দিবসের দিনেই কীভাবে শহীদ মিনার থেকে ফুল সরিয়ে ফেলা হলো। অনেকেই বিষয়টিকে শহীদদের প্রতি অবমাননাকর ও চরম দায়িত্বহীনতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয়দের মতে, মহান বিজয় দিবসে শহীদ মিনারের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।