দীঘিনালায় প্রকল্প প্রস্তুতি পরিদর্শনে হেলভেটাস’র প্রতিনিধি দল
- সর্বশেষ আপডেট ১১:৩০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 261
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বুধবার (৩০ জুলাই) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইসিমড (আন্তঃসরকারি পার্বত্য অঞ্চলের উন্নয়ন কেন্দ্র)-এর অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশ-এর বাস্তবায়নে শুরু হতে যাওয়া প্রকল্প “লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক প্রাকৃতিক ভিত্তিক সমাধান উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সহনশীলতা সক্ষমতা বৃদ্ধি” প্রকল্পের প্রস্তুতি পরিদর্শনে একটি প্রতিনিধি দল আগমন করেন।
প্রতিনিধি দলে ছিলেন ভারতীয় নাগরিক প্রশান্ত কুমার ভর্মা সহ আরও একজন সদস্য। সফরের শুরুতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি সংক্ষিপ্ত বৈঠকে অংশ নেন। পরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত তারা বড়াদম এলাকায় এসপিএ (সামাজিক সুরক্ষা পদ্ধতি) অফিস পরিদর্শন করেন এবং সেখানে এসপিএ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এই সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা জনাব শাহাদাত হোসেন, বড়াদম এসপিএ কার্যনির্বাহী পরিষদের সভাপতি রাহুল চন্দ্র চাকমা এবং প্রায় ১৫ থেকে ২০ জন স্থানীয় অংশগ্রহণকারী।

প্রতিনিধি দলের সদস্যরা প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা, স্থানীয় অংশগ্রহণ এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা প্রকল্পের সফল বাস্তবায়নে সকল পক্ষের সমন্বয় এবং সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে প্রতিনিধি দলটি খাগড়াছড়ি সদরের উদ্দেশ্যে দীঘিনালা ত্যাগ করেন।



































