দীঘিনালায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা
- সর্বশেষ আপডেট ০২:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 103
খাগড়াছড়ি পার্বত্য জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বৃহস্পতিবার দীঘিনালা উপজেলা পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা, জনসেবার মান উন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং সাধারণ মানুষের কাছে সেবা আরও দ্রুত পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “প্রশাসনের কাজ জনগণের জন্য—এই লক্ষ্যেই মাঠপর্যায়ের সেবা আরও শক্তিশালী করা হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. তনয় তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, দীঘিনালা জোনের সাব জোন কমান্ডার মেজর মো. আকিব মল্লিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল আমিন, কার্যকরী সদস্য আক্তার হোসেন ও সোয়ানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভা শেষে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


































