দীঘিনালায় জামায়াতে ইসলামীর গণসংযোগ
- সর্বশেষ আপডেট ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 121
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল পাঁচটায় উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নে এ কার্যক্রম আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আক্কাস আলী, উপজেলা বাইতুল মাল সভাপতি মাওলানা জহির উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি আরিফুল ইসলাম বাবুলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় উপজেলা সভাপতি মাওলানা হেলাল উদ্দিন বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়, আদর্শ ও ইসলামী মূল্যবোধে প্রতিষ্ঠিত দেশ। তিনি সবাইকে শান্তি ও ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক আক্কাস আলী বলেন, জনগণের ন্যায্য অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি উপস্থিত স্থানীয়দের আহ্বান জানান, উন্নত সমাজ গঠনে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে।



































