ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালায় ইয়াবার সরঞ্জামসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ১২:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 64

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা তৈরির সরঞ্জাম ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে দীঘিনালার মেরুং ইউনিয়নের ৯ মাইল গোলছড়ি এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলের একটি পরিত্যক্ত জুমঘর থেকে সবুজ কুমার দে (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ কুমার দে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার হারুয়ালছড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মধু সুদন দে এবং মাতার নাম তরু বালা দে।

দীঘিনালায় মাদক কারবারি গ্রেপ্তার

অভিযানে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত একটি লোহার তৈরি মেশিন, হালকা গোলাপি রঙের ১০ পিস ইয়াবা (যার মধ্যে একটি ভাঙা) এবং ইয়াবা প্রস্তুতের বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের কোনো ভাবে ছাড় দেওয়া হবে না বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় ইয়াবার সরঞ্জামসহ মাদক কারবারি গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১২:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা তৈরির সরঞ্জাম ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে দীঘিনালার মেরুং ইউনিয়নের ৯ মাইল গোলছড়ি এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলের একটি পরিত্যক্ত জুমঘর থেকে সবুজ কুমার দে (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ কুমার দে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার হারুয়ালছড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মধু সুদন দে এবং মাতার নাম তরু বালা দে।

দীঘিনালায় মাদক কারবারি গ্রেপ্তার

অভিযানে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত একটি লোহার তৈরি মেশিন, হালকা গোলাপি রঙের ১০ পিস ইয়াবা (যার মধ্যে একটি ভাঙা) এবং ইয়াবা প্রস্তুতের বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের কোনো ভাবে ছাড় দেওয়া হবে না বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী।