দীঘিনালায় অসহায় মানুষের জন্য সেনাবাহিনীর সহায়তা
- সর্বশেষ আপডেট ১২:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 211
খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা অসহায় মানুষ ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে আর্থিক ও শিক্ষাসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোন।
সোমবার (২০ অক্টোবর) দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত এ মানবিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি। অনুষ্ঠানে অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থের সঙ্গে দুইটি ফ্যান, দুইটি পানির ট্যাংক ও দুটি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও বইও প্রদান করা হয়। দীঘিনালা জোন উপজেলার বিভিন্ন মসজিদ ও গির্জায়ও আর্থিক অনুদান দিয়েছে।
প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে থাকবে। মানবিক সহায়তা আমাদের ধারাবাহিক কার্যক্রম, এবং সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।”
সেনাবাহিনীর এই উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

































