দীঘিনালায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- সর্বশেষ আপডেট ১০:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 244
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রাজেন্দ্র ত্রিপুরা (৩০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে খবর পেয়ে উপজেলার কবাখালী ইউনিয়নের মিলনপুর (আমবাগান) এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত রাজেন্দ্র ত্রিপুরাকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং বালি উত্তোলনে ব্যবহৃত যন্ত্রাংশ নষ্ট করে দেওয়া হয়।
ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “মাইনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এ জরিমানা করা হয়েছে। অবৈধ বালি উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


































