ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
কুষ্টিয়ায় বিক্ষোভ

দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৭:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 468

দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’—এমন স্লোগান দিতে থাকেন।

এর আগে কুষ্টিয়া পৌরসভা চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি বের হয়ে শহরের বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শ্রমবিষয়ক সম্পাদক নূরে আলম, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়ায় বিক্ষোভ

দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার

সর্বশেষ আপডেট ০৭:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’—এমন স্লোগান দিতে থাকেন।

এর আগে কুষ্টিয়া পৌরসভা চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি বের হয়ে শহরের বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শ্রমবিষয়ক সম্পাদক নূরে আলম, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।