দিল্লিতে রেড অ্যালার্ট জারি
- সর্বশেষ আপডেট ১১:৪৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 236
ভারতের রাজধানী দিল্লিতে আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে। বুধবার (১১ জুন) থেকে শুরু হওয়া এই সতর্কতা শুক্রবার (১৩ জুন) পর্যন্ত বহাল থাকবে। জরুরি কাজ ছাড়া লোকজনকে বাড়ির বাইরে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহের রেকর্ডের পর দিল্লিতে তাপমাত্রা ৪০.৯ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে। আর্দ্রতা বেশি থাকার কারণে তাপমাত্রার অনুভূতি ৫১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে, যা উদ্বেগজনক।
বিভিন্ন আবহাওয়া কেন্দ্র থেকে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড যথাক্রমে আয়নগরে ৪৫, পালামে ৪৪.৫, রিজে ৪৩.৬, পিতমপুরায় ৪৩.৫, লোদি রোডে ৪৩.৪, ময়ূর বিহারে ৪০.৯ এবং সফদরজংয়ে ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানায়, তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার কারণে গরমের অনুভূতি দিনে ওঠানামা করে। বর্তমানে দিল্লি ও আশপাশে তাপপ্রবাহের ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
তাপপ্রবাহ স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি বেশি হওয়ায় বৃহস্পতিবার (১২ জুন) পর্যন্ত অবস্থা বজায় থাকতে পারে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে।
আইএমডি বাসিন্দাদের পর্যাপ্ত পানি পান করার, সরাসরি রোদ থেকে দূরে থাকার এবং অপ্রয়োজনীয় বাইরে বের হওয়ার পরিহার করার নির্দেশ দিয়েছে।
































