ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে এয়ার ইন্ডিয়ার প্লেনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 273

দিল্লিতে এয়ার ইন্ডিয়ার প্লেনে আগুন

ভারতের দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরই এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, যাত্রী ও বিমানের কর্মীরা নিরাপদে নেমেছেন এবং সবাই সুরক্ষিত আছেন। আগুনের কারণে প্লেনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এআই৩১৫ নামের প্লেনটি মঙ্গলবার হংকং থেকে দিল্লিতে অবতরণ করে। কিছুক্ষণ পর প্লেনের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়, যা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। প্রযুক্তিগতভাবে এই ব্যবস্থা প্লেনে করা রয়েছে। আগুন লাগার সময় যাত্রীরা বিমান থেকে নামছিলেন।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেছেন, কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গত মাসে আহমেদাবাদের লোকালয়ে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন ভেঙে পড়েছিল। সেটি লন্ডনের কাছে গ্যাটউয়ে যাওয়ার পথে উড্ডয়ন করার কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনায় পড়ে। ওই ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন নিহত হন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬০ জনে।

আহমেদাবাদের দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার আরও কয়েকটি প্লেনে বিপত্তি দেখা দেয়। সোমবার একটি ফ্লাইট যাত্রা বাতিল করে। দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়া এয়ার ইন্ডিয়ার এআই ২৪০৩ ফ্লাইটটি বিকেল সাড়ে ৫টায় রওনা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পাইলটরা যাত্রা বাতিল করেন। রানওয়েতে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটছিল প্লেনটি, কিন্তু ওড়ার ঠিক আগে আচমকা ব্রেক কষে প্লেনটি রানওয়েতেই দাঁড়িয়ে পড়ে।

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দিল্লিতে এয়ার ইন্ডিয়ার প্লেনে আগুন

সর্বশেষ আপডেট ১০:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ভারতের দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরই এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, যাত্রী ও বিমানের কর্মীরা নিরাপদে নেমেছেন এবং সবাই সুরক্ষিত আছেন। আগুনের কারণে প্লেনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এআই৩১৫ নামের প্লেনটি মঙ্গলবার হংকং থেকে দিল্লিতে অবতরণ করে। কিছুক্ষণ পর প্লেনের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়, যা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। প্রযুক্তিগতভাবে এই ব্যবস্থা প্লেনে করা রয়েছে। আগুন লাগার সময় যাত্রীরা বিমান থেকে নামছিলেন।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেছেন, কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গত মাসে আহমেদাবাদের লোকালয়ে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন ভেঙে পড়েছিল। সেটি লন্ডনের কাছে গ্যাটউয়ে যাওয়ার পথে উড্ডয়ন করার কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনায় পড়ে। ওই ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন নিহত হন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬০ জনে।

আহমেদাবাদের দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার আরও কয়েকটি প্লেনে বিপত্তি দেখা দেয়। সোমবার একটি ফ্লাইট যাত্রা বাতিল করে। দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়া এয়ার ইন্ডিয়ার এআই ২৪০৩ ফ্লাইটটি বিকেল সাড়ে ৫টায় রওনা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পাইলটরা যাত্রা বাতিল করেন। রানওয়েতে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটছিল প্লেনটি, কিন্তু ওড়ার ঠিক আগে আচমকা ব্রেক কষে প্লেনটি রানওয়েতেই দাঁড়িয়ে পড়ে।

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি