ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে খেলনা ভেবে গ্রেনেড হাতে নেয় শিশুরা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  • সর্বশেষ আপডেট ০৮:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 101

দিনাজপুরে খেলনা ভেবে গ্রেনেড হাতে নেয় শিশুরা

দিনাজপুরের বিরামপুরে বন বিভাগের পুকুরপাড় থেকে মুক্তিযুদ্ধকালীন একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে।

স্থানীয় সূত্র জানায়, পৌর শহরের চরকা এলাকায় বন বিভাগের পুকুরপাড়ের মাটির নিচে গ্রেনেডটি চাপা ছিল। প্রথমে এক নারী সেটিকে খেলনা ভেবে লাথি দেন। পরে কয়েকজন শিশু গ্রেনেডটি হাতে নিয়ে খেলতে শুরু করে। কিছুক্ষণ পর বড়দের চোখে বিষয়টি ধরা পড়ে এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখে। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করবেন।

এলাকার বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, “বিকেলে দেখি কয়েকজন শিশু গ্রেনেড নিয়ে খেলা করছে। তখন আমরা গিয়ে তাদের থামাই। পরে সেটি সেখানেই ফেলে রেখে যায়।”

এলাকার বীর মুক্তিযোদ্ধা মংলা কর্মকারের মতে, গ্রেনেডটি সম্ভবত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দিনাজপুরে খেলনা ভেবে গ্রেনেড হাতে নেয় শিশুরা

সর্বশেষ আপডেট ০৮:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের বিরামপুরে বন বিভাগের পুকুরপাড় থেকে মুক্তিযুদ্ধকালীন একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে।

স্থানীয় সূত্র জানায়, পৌর শহরের চরকা এলাকায় বন বিভাগের পুকুরপাড়ের মাটির নিচে গ্রেনেডটি চাপা ছিল। প্রথমে এক নারী সেটিকে খেলনা ভেবে লাথি দেন। পরে কয়েকজন শিশু গ্রেনেডটি হাতে নিয়ে খেলতে শুরু করে। কিছুক্ষণ পর বড়দের চোখে বিষয়টি ধরা পড়ে এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখে। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করবেন।

এলাকার বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, “বিকেলে দেখি কয়েকজন শিশু গ্রেনেড নিয়ে খেলা করছে। তখন আমরা গিয়ে তাদের থামাই। পরে সেটি সেখানেই ফেলে রেখে যায়।”

এলাকার বীর মুক্তিযোদ্ধা মংলা কর্মকারের মতে, গ্রেনেডটি সম্ভবত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার।