ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দার্জিলিংয়ে পাহাড়ধসে নিহত বেড়ে ২৪

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 101

দার্জিলিংয়ে ভূমিধসের চিত্র। ছবি: সংগৃহীত

টানা প্রবল বর্ষণে ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি ও সমতল অঞ্চলজুড়ে একযোগে বিপর্যয় দেখা দিয়েছে। রাজ্যের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাজুড়ে পাহাড়ধস, নদীভাঙন ও বন্যার দাপটে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ডুয়ার্সের বহু গ্রাম এখন কার্যত পানির নিচে।

দার্জিলিং জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। জেলা প্রশাসন সূত্রে খবর, রোববার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৭। কিন্তু সোমবার সকালে নতুন করে উদ্ধার হওয়া দেহগুলোর পর সেই সংখ্যা আরও বেড়েছে।

প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রাথমিকভাবে সঠিক হিসেব পাওয়া যায়নি। এখন যেভাবে উদ্ধারকাজ এগোচ্ছে, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কার্সিয়ং জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানিয়েছেন, বেশ কিছু জায়গায় ভূমিধসে ঘরবাড়ি ভেঙে পড়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকার্য এখনো চলছে। পাহাড়ি রাস্তা ও সেতুর ক্ষতি এতটাই ব্যাপক যে অনেক জায়গায় পৌঁছানোই দুষ্কর হয়ে পড়েছে।

উত্তরবঙ্গের পুলিশ প্রধান রাজেশ কুমার যাদব জানান, পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। এনডিআরএফ, পুলিশ ও সিভিল ডিফেন্সের দল নিরলসভাবে কাজ করছে। তিনটি এনডিআরএফ টিম ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দার্জিলিংয়ে পাহাড়ধসে নিহত বেড়ে ২৪

সর্বশেষ আপডেট ০৪:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

টানা প্রবল বর্ষণে ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি ও সমতল অঞ্চলজুড়ে একযোগে বিপর্যয় দেখা দিয়েছে। রাজ্যের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাজুড়ে পাহাড়ধস, নদীভাঙন ও বন্যার দাপটে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ডুয়ার্সের বহু গ্রাম এখন কার্যত পানির নিচে।

দার্জিলিং জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। জেলা প্রশাসন সূত্রে খবর, রোববার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৭। কিন্তু সোমবার সকালে নতুন করে উদ্ধার হওয়া দেহগুলোর পর সেই সংখ্যা আরও বেড়েছে।

প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রাথমিকভাবে সঠিক হিসেব পাওয়া যায়নি। এখন যেভাবে উদ্ধারকাজ এগোচ্ছে, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কার্সিয়ং জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানিয়েছেন, বেশ কিছু জায়গায় ভূমিধসে ঘরবাড়ি ভেঙে পড়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকার্য এখনো চলছে। পাহাড়ি রাস্তা ও সেতুর ক্ষতি এতটাই ব্যাপক যে অনেক জায়গায় পৌঁছানোই দুষ্কর হয়ে পড়েছে।

উত্তরবঙ্গের পুলিশ প্রধান রাজেশ কুমার যাদব জানান, পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। এনডিআরএফ, পুলিশ ও সিভিল ডিফেন্সের দল নিরলসভাবে কাজ করছে। তিনটি এনডিআরএফ টিম ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে।