ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 41

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি দেশের নিরাপত্তা স্বার্থে দণ্ডিত ব্যক্তিদের বক্তব্য বা বিবৃতি প্রচার না করার আহ্বান জানিয়েছে। সোমবার রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু সংবাদমাধ্যম—প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন—পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে। এসব বক্তব্যের মধ্যে এমন সব ইঙ্গিত ও আহ্বান রয়েছে, যা সামাজিক শান্তি বিপন্ন করতে পারে এবং সহিংসতা, বিশৃঙ্খলা বা অপরাধমূলক কার্যকলাপকে উসকে দিতে পারে।

এজেন্সি জানায়, দণ্ডিত বা পলাতক ব্যক্তিদের এ ধরনের বক্তব্য প্রকাশ বা প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর বিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে, অধ্যাদেশের ধারা ৮(২) নিরাপত্তা, অখণ্ডতা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন যেকোনো ডিজিটাল তথ্য অপসারণ বা ব্লক করার ক্ষমতা আইন–শৃঙ্খলা বাহিনীকে প্রদান করেছে।

এছাড়া, ধারা ২৬(১) অনুযায়ী ছদ্ম পরিচয়ে বা অবৈধ প্রবেশের মাধ্যমে ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতার প্ররোচনামূলক বক্তব্য ছড়ানো অপরাধ হিসেবে বিবেচিত হবে। ধারা ২৬(২) এই অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখে।

এজেন্সি বলেছে, তারা সংবাদমাধ্যমের স্বাধীনতাকে শ্রদ্ধা করে। তবে জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তাজনিত কারণে দণ্ডিত ব্যক্তিদের সহিংসতা বা উসকানিমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে, পাশাপাশি আইনি দায়বদ্ধতার বিষয়টিও বিবেচনায় রাখতে বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ

সর্বশেষ আপডেট ১০:৫৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি দেশের নিরাপত্তা স্বার্থে দণ্ডিত ব্যক্তিদের বক্তব্য বা বিবৃতি প্রচার না করার আহ্বান জানিয়েছে। সোমবার রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু সংবাদমাধ্যম—প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন—পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে। এসব বক্তব্যের মধ্যে এমন সব ইঙ্গিত ও আহ্বান রয়েছে, যা সামাজিক শান্তি বিপন্ন করতে পারে এবং সহিংসতা, বিশৃঙ্খলা বা অপরাধমূলক কার্যকলাপকে উসকে দিতে পারে।

এজেন্সি জানায়, দণ্ডিত বা পলাতক ব্যক্তিদের এ ধরনের বক্তব্য প্রকাশ বা প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর বিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে, অধ্যাদেশের ধারা ৮(২) নিরাপত্তা, অখণ্ডতা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন যেকোনো ডিজিটাল তথ্য অপসারণ বা ব্লক করার ক্ষমতা আইন–শৃঙ্খলা বাহিনীকে প্রদান করেছে।

এছাড়া, ধারা ২৬(১) অনুযায়ী ছদ্ম পরিচয়ে বা অবৈধ প্রবেশের মাধ্যমে ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতার প্ররোচনামূলক বক্তব্য ছড়ানো অপরাধ হিসেবে বিবেচিত হবে। ধারা ২৬(২) এই অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখে।

এজেন্সি বলেছে, তারা সংবাদমাধ্যমের স্বাধীনতাকে শ্রদ্ধা করে। তবে জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তাজনিত কারণে দণ্ডিত ব্যক্তিদের সহিংসতা বা উসকানিমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে, পাশাপাশি আইনি দায়বদ্ধতার বিষয়টিও বিবেচনায় রাখতে বলা হয়েছে।