ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে ৩ বস্তা মরা মুরগি জব্দ, দুইজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ০৬:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

ত্রিশালে ৩ বস্তা মরা মুরগি জব্দ, দুইজনকে জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন বস্তা মরা মুরগি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিপাড়া মোড় থেকে মরা মুরগি ভর্তি এসব বস্তা জব্দ করা হয়। আটকরা হলেন গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে—লিখন (২৫) ও সিয়াম (১২)। তারা এই মরা মুরগি বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্যান গাড়িসহ সাদা প্লাস্টিকের বস্তায় ভর্তি মরা মুরগি জব্দ করা হয়।

সহকারী কমিশনার মাহবুবুর রহমান আরও বলেন, “মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির চেষ্টা যেভাবেই হোক প্রতিহত করা হবে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ত্রিশালে ৩ বস্তা মরা মুরগি জব্দ, দুইজনকে জরিমানা

সর্বশেষ আপডেট ০৬:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন বস্তা মরা মুরগি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিপাড়া মোড় থেকে মরা মুরগি ভর্তি এসব বস্তা জব্দ করা হয়। আটকরা হলেন গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে—লিখন (২৫) ও সিয়াম (১২)। তারা এই মরা মুরগি বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্যান গাড়িসহ সাদা প্লাস্টিকের বস্তায় ভর্তি মরা মুরগি জব্দ করা হয়।

সহকারী কমিশনার মাহবুবুর রহমান আরও বলেন, “মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির চেষ্টা যেভাবেই হোক প্রতিহত করা হবে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”