ত্রাণ নয়, আমাদের দাবি রাস্তা
- সর্বশেষ আপডেট ০৬:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 164
দিনাজপুরের বিরামপুরে চলাচলের অনুপযোগী রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন কয়েকটি গ্রামের মানুষ। ‘ত্রাণ চাই না, রাস্তা চাই’, ‘আমরা স্কুলে যেতে চাই, ঘর থেকে বের হতে চাই’; এমন স্লোগান তোলেন তারা।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি হয়। এতে জগদীশপুর, বেড়াখাই, আমগছি, খয়েরবাড়ি, জোতমাধব ও মির্জাপুর গ্রামের বাসিন্দারা অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার প্রধান সড়কটির বেহাল অবস্থা। অল্প বৃষ্টিতেই কাদা জমে ও গর্তে ভরে যায় রাস্তা, ফলে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। ট্রলি, ট্রাক্টর ও অটোরিকশাসহ প্রয়োজনীয় যানবাহন এ অবস্থায় চলতে গিয়ে ভোগান্তি আরও বাড়াচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। এই সড়কের পাশে দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি দাখিল মাদ্রাসা, একটি বালিকা হাফেজিয়া ও দুটি বালক হাফেজিয়া মাদ্রাসা রয়েছে।
এ ছাড়া, নিকটবর্তী ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র গিলাগাছ এলাকায় প্রতিদিন বহু দর্শনার্থী এলেও রাস্তার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।
খয়েরবাড়ি গ্রামের বাসিন্দা রায়হান কবির অভিযোগ করেন, জগদীশপুর থেকে জোতমাধব পর্যন্ত ৪.৭৭ কিলোমিটার রাস্তা পাকা করার প্রকল্প হাতে নেওয়া হলেও এর কাজ শুরু হয়েছে জোতবানী থেকে। এতে বৃহৎ জনগোষ্ঠী বঞ্চিত হচ্ছে। তিনি দাবি করেন, বাকি কাজ যেন জগদীশপুর থেকে শুরু করা হয়।

মানববন্ধন শেষে এলাকার প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনিম আওনের কাছে স্মারকলিপি দেন।
ইউএনও বলেন, বিষয়টি ইতোমধ্যেই তাদের নজরে এসেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বিষয়টি দেখেছেন। ইঞ্জিনিয়ারিং অফিসে স্মারকলিপি জমা দিলে সমন্বয়ের মাধ্যমে সমাধান চেষ্টা করা হবে।
বিরামপুর উপজেলা প্রকৌশলী আতাউর রহমান জানান, দাবিটি যৌক্তিক। বর্ষায় কাঁচা রাস্তায় মোটরসাইকেল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাফেরা করা কষ্টকর হয়ে পড়ে। এক থেকে দুই মাসের মধ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
































