ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে, অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৪:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 72

তোফায়েল আহমেদ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের অবস্থা সংকটপন্ন। তিনি এখন রাজধানীর স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন। বর্তমানে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন সাংবাদিকদের বলেন, তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, তিনি সঙ্কটজনক অবস্থায় রয়েছেন।

ঢাকার স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক জানিয়েছেন, তোফায়েল আহমেদের অবস্থা ‘ভালো নয়’। বার্ধ্যক্যজনিত নানা জটিলতা নিয়ে প্রায় ১০ দিন ধরে এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

তার স্বজনরা জানান, ৮২ বছর বয়সি এই নেতা ২৭ সেপ্টেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তিনি এখনও বেঁচে আছেন।

তোফায়েলের জামাতা তৌহিদুজ্জামান তুহিন বলেন, ‘তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন। তার অবস্থার তেমন পরিবর্তন নেই। তার হৃদযন্ত্র কাজ করছে।’

তোফায়েলের মৃত্যু নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে, অবস্থা অপরিবর্তিত

সর্বশেষ আপডেট ০৪:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের অবস্থা সংকটপন্ন। তিনি এখন রাজধানীর স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন। বর্তমানে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন সাংবাদিকদের বলেন, তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, তিনি সঙ্কটজনক অবস্থায় রয়েছেন।

ঢাকার স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক জানিয়েছেন, তোফায়েল আহমেদের অবস্থা ‘ভালো নয়’। বার্ধ্যক্যজনিত নানা জটিলতা নিয়ে প্রায় ১০ দিন ধরে এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

তার স্বজনরা জানান, ৮২ বছর বয়সি এই নেতা ২৭ সেপ্টেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তিনি এখনও বেঁচে আছেন।

তোফায়েলের জামাতা তৌহিদুজ্জামান তুহিন বলেন, ‘তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন। তার অবস্থার তেমন পরিবর্তন নেই। তার হৃদযন্ত্র কাজ করছে।’

তোফায়েলের মৃত্যু নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেন তিনি।