তোফায়েল আহমেদের হৃদযন্ত্রে পেসমেকার প্রতিস্থাপন
- সর্বশেষ আপডেট ০৭:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 163
আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ফলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে তার হৃদপিন্ডে পেসমেকার প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা। তোফায়েল আহমেদের পরিবারের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলা অ্যাফেয়ার্সের সঙ্গে আলাপকালে তোফায়েল আহমেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তোফায়েল আহমেদ। কয়েকদিনের মধ্যেই তাকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হবে।
তার স্বজনরা জানান, ৮২ বছর বয়সি এই নেতা ২৭ সেপ্টেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তিনি এখনও বেঁচে আছেন।
তোফায়েলের জামাতা তৌহিদুজ্জামান তুহিন বলেন, ‘তোফায়েল আহমেদের অবস্থা অনেকটাই ভালো।
তোফায়েলের মৃত্যু নিয়ে আর কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেন তিনি।





































