ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই: জ্বালানি উপদেষ্টা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 328

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ফাওজুল কবির খান বলেন, “ইতোমধ্যে বিপিসির একটি জাহাজ দেশে এসেছে। যদি আন্তর্জাতিক সংঘাত দীর্ঘায়িত না হয়, তাহলে তেলের দামে কোনো প্রভাব পড়বে না। আমরা তেলের দাম বাড়াবো না এবং ভর্তুকিও বাড়ানো হবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের জ্বালানি খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন হবে। যদিও জ্বালানি খাতে ভর্তুকি অনেক বেশি, তবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক মূল্য নির্ধারণ অপরিহার্য। অন্যথায় কোনো চুক্তি অনুমোদিত হবে না।”

উপদেষ্টা জানান, “অন্যান্য শিল্প প্রতিষ্ঠান শহরের কাছাকাছি হওয়ায় গ্যাসের চাপ কম থাকে, কিন্তু ছাতকে গ্যাসের চাপ বেশি। পূর্বের চুক্তির অসুবিধাগুলো সমাধান করা হয়েছে এবং নতুন চুক্তিতে দুটি বিষয় সংযুক্ত হয়েছে। নতুন মূল্য নির্ধারণ ও বার্কের অধীনে আনা হয়েছে, যার মাধ্যমে মূল্য হ্রাস-বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাবে।”

এর আগে জালালাবাদ গ্যাস ও লাফার্জ হোলসিম বাংলাদেশের সঙ্গে গ্যাস বিক্রির একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় লাফার্জ তার ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য ১৬ এমএমসিএফডি গ্যাস পাবে।

উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, যিনি জানান, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশে ১.৩ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে ইইউর কয়েকটি দেশ। অনুষ্ঠানে পেট্রোবাংলা চেয়ারম্যান, ইইউ, সুইজারল্যান্ড ও স্পেনের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই: জ্বালানি উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৯:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ফাওজুল কবির খান বলেন, “ইতোমধ্যে বিপিসির একটি জাহাজ দেশে এসেছে। যদি আন্তর্জাতিক সংঘাত দীর্ঘায়িত না হয়, তাহলে তেলের দামে কোনো প্রভাব পড়বে না। আমরা তেলের দাম বাড়াবো না এবং ভর্তুকিও বাড়ানো হবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের জ্বালানি খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন হবে। যদিও জ্বালানি খাতে ভর্তুকি অনেক বেশি, তবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক মূল্য নির্ধারণ অপরিহার্য। অন্যথায় কোনো চুক্তি অনুমোদিত হবে না।”

উপদেষ্টা জানান, “অন্যান্য শিল্প প্রতিষ্ঠান শহরের কাছাকাছি হওয়ায় গ্যাসের চাপ কম থাকে, কিন্তু ছাতকে গ্যাসের চাপ বেশি। পূর্বের চুক্তির অসুবিধাগুলো সমাধান করা হয়েছে এবং নতুন চুক্তিতে দুটি বিষয় সংযুক্ত হয়েছে। নতুন মূল্য নির্ধারণ ও বার্কের অধীনে আনা হয়েছে, যার মাধ্যমে মূল্য হ্রাস-বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাবে।”

এর আগে জালালাবাদ গ্যাস ও লাফার্জ হোলসিম বাংলাদেশের সঙ্গে গ্যাস বিক্রির একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় লাফার্জ তার ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য ১৬ এমএমসিএফডি গ্যাস পাবে।

উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, যিনি জানান, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশে ১.৩ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে ইইউর কয়েকটি দেশ। অনুষ্ঠানে পেট্রোবাংলা চেয়ারম্যান, ইইউ, সুইজারল্যান্ড ও স্পেনের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।