তেলেঙ্গানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩২
- সর্বশেষ আপডেট ০১:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / 204
ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পশামিলারাম শিল্প এলাকায় একটি ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৭ জন শ্রমিক।
সোমবার (৩০ জুন) সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন ধরে যায় এবং তিনতলা ভবনটি আংশিক ধসে পড়ে। দুর্ঘটনার সময় কারখানাটিতে মোট ১০৮ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে পাঁচ কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা গেছে।
নিহতদের অধিকাংশই অভিবাসী শ্রমিক, যাঁরা বিহার, উত্তরপ্রদেশ এবং ওড়িশা রাজ্য থেকে এসেছিলেন। মৃতদের মধ্যে অনেকের মরদেহ এতটাই পুড়ে গেছে বা ছিন্নভিন্ন হয়েছে যে শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হচ্ছে।
দুর্যোগ মোকাবিলা সংস্থা (এসডিআরএফ), হায়দরাবাদ দুর্যোগ প্রতিরোধ ও সম্পদ সুরক্ষা সংস্থা (এইচওয়াইডিআর), রাজস্ব বিভাগ এবং পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণটি কোনো চুল্লির কারণে নয় বরং এয়ার ড্রায়ার সিস্টেমে ত্রুটির কারণেই ঘটে থাকতে পারে।
তেলেঙ্গানার ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
































