২০ ঘন্টা পার হয়ে গেছে
তেঁতুলিয়ার তীরে কান্না, নদীর বুকে নিখোঁজ তরুণ জেলে
- সর্বশেষ আপডেট ০২:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 200
পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নদীতে নৌকাডুবির প্রায় ২০ ঘণ্টা পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ জেলের নাম মো. ইমরান শরীফ (২০)। তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নের চররায় সাহেব গ্রামের বাসিন্দা মনির শরীফের ছেলে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে। নদীতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বরফ আনতে যাচ্ছিলেন ইমরান। নদীর কচুয়া এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি উল্টে যায়। এরপর থেকেই ইমরান নিখোঁজ।
স্থানীয় জেলে মো. হাবীব শরীফ জানান, “আমরা দুইটি নৌকা নিয়ে একসঙ্গে নদীতে যাই। ইমরান বরফ আনতে ঘাটে যাচ্ছিল। বিকেল ৪টার দিকে স্থানীয় জেলেরা ফোন করে জানায়, একটি নৌকা উল্টে নদীতে ভেসে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি ইমরানের নৌকাটি ডুবে গেছে। ওকে আর খুঁজে পাচ্ছি না।”
পটুয়াখালীর কালাইয়া বন্দর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান জানান, “আমরা উদ্ধার কাজে নিয়োজিত আছি। নদীর স্রোত ও আবহাওয়ার কারণে উদ্ধারকাজে কিছুটা সময় লাগছে।”
ইতোমধ্যে পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। নদীর পাড়ে দাঁড়িয়ে প্রিয়জনের জন্য প্রহর গুনছে ইমরানের মা, বাবা এবং স্বজনরা।



































