ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির নিচে

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়
  • সর্বশেষ আপডেট ১২:৪৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 97

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির নিচে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ও আশপাশের এলাকায় গত দু’দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে, যার কারণে শীত তীব্র অনুভূত হচ্ছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি। যদিও রাতের তাপমাত্রা কম, দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

হিমালয়ের ঠাণ্ডা বাতাসের প্রভাবে পঞ্চগড়ের আশপাশের জেলাগুলিতে শীত অব্যাহত রয়েছে। সকাল বেলায় রোদ থাকলেও তাপমাত্রা তেমন বাড়ছে না। রাতে ও সকালে ঠাণ্ডার কারণে গ্রামাঞ্চলের মানুষ উষ্ণ কাপড় ব্যবহার করছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দিন কাটাচ্ছেন কষ্টে।

শীতের কারণে হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন রোগীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রোগীদের মধ্যে শিশু ও বৃদ্ধ সংখ্যা বেশি। যারা গুরুতর অসুস্থ, তাঁরা হাসপাতাল ভর্তি হচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তেঁতুলিয়া ও আশপাশে মৃদু শৈত্যপ্রবাহ চলবে আরও ২-৩ দিন। শুক্রবার সকাল ৬টায় আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। তিনি বলেন, সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে নামলে ওই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ অনুভূত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির নিচে

সর্বশেষ আপডেট ১২:৪৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ও আশপাশের এলাকায় গত দু’দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে, যার কারণে শীত তীব্র অনুভূত হচ্ছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি। যদিও রাতের তাপমাত্রা কম, দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

হিমালয়ের ঠাণ্ডা বাতাসের প্রভাবে পঞ্চগড়ের আশপাশের জেলাগুলিতে শীত অব্যাহত রয়েছে। সকাল বেলায় রোদ থাকলেও তাপমাত্রা তেমন বাড়ছে না। রাতে ও সকালে ঠাণ্ডার কারণে গ্রামাঞ্চলের মানুষ উষ্ণ কাপড় ব্যবহার করছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দিন কাটাচ্ছেন কষ্টে।

শীতের কারণে হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন রোগীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রোগীদের মধ্যে শিশু ও বৃদ্ধ সংখ্যা বেশি। যারা গুরুতর অসুস্থ, তাঁরা হাসপাতাল ভর্তি হচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তেঁতুলিয়া ও আশপাশে মৃদু শৈত্যপ্রবাহ চলবে আরও ২-৩ দিন। শুক্রবার সকাল ৬টায় আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। তিনি বলেন, সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে নামলে ওই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ অনুভূত হয়।