তৃতীয় টি–টোয়েন্টিতে দলে ফিরলেন শামীম
- সর্বশেষ আপডেট ০৩:৪১:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 113
আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বাদ পড়ার পর শেষ ম্যাচের আগে বাংলাদেশ দলে ফেরানো হয়েছে ব্যাটার শামীম হোসেনকে। তিন ম্যাচের সিরিজ বর্তমানে ১-১ সমতায় থাকায় তৃতীয় টি–টোয়েন্টিটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী।
বামহাতি ব্যাটার শামীম এ পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪৬টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তে অধিনায়ক লিটন দাস আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। দল নির্বাচনে নিজের প্রভাব না থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেন। সেই ঘটনার পরই শামীম আবার দলে জায়গা পেলেন। উল্লেখ্য, দলে নতুন কেউ বাদ পড়েননি।
চট্টগ্রামে মঙ্গলবার অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি–টোয়েন্টি।
বাংলাদেশ দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী আনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মো. সাইফউদ্দিন ও শামীম হোসেন।
































