তুরাগ নদে ডুবে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর
- সর্বশেষ আপডেট ০৯:৩১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 157
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে শামী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গীর প্রত্যাশা মাঠ সংলগ্ন নদীপাড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শামী মুদাফা এলাকার সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সরকারি ছুটির দিনে খেলতে গিয়ে প্রত্যাশা মাঠে আসে শামী। পরে সঙ্গীদের সঙ্গে নদীতে নেমে সাঁতার কাটতে গেলে হঠাৎ গভীর পানিতে ডুবে যায় সে। স্থানীয় তরুণরা উদ্ধার চেষ্টা চালালেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায় এবং প্রায় আধাঘণ্টার প্রচেষ্টার পর শিশুটির মরদেহ উদ্ধার করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, “দুপুর পৌনে একটার দিকে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এদিকে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
































