ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তিন সীমান্ত দিয়ে ৩২ জনকে বিএসএফের পুশইন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 249

পুশইন

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফের পুশইনের মাধ্যমে তিনটি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে ৩২ জনকে। সোমবার (৯ জুন) গভীর রাত থেকে মঙ্গলবার (১০ জুন) ভোর পর্যন্ত দিনাজপুর, ঠাকুরগাঁও ও মেহেরপুর সীমান্ত দিয়ে এসব মানুষকে বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি তাদের আটক করে নাগরিকত্ব যাচাই-বাছাই করছে।

বিজিবি সূত্রে জানা যায়, দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে রাতের আঁধারে ১৩ জনকে ঠেলে দেয় বিএসএফ। তাদের মধ্যে রয়েছেন দুইজন পুরুষ, দুইজন নারী এবং ৯ শিশু। বিজিবির টহল দল তাদের সঙ্গে সঙ্গে আটক করে। একই সময়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত দিয়ে আরও সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। তাদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও তিন শিশু রয়েছে।

এছাড়া মঙ্গলবার ভোরে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে চার শিশুসহ ১২ জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয় বিএসএফ। ভোররাতে সীমান্তে সন্দেহজনক ঘোরাফেরা লক্ষ্য করে বিজিবি তাদের আটক করে এবং পরে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, “আটককৃতরা কুড়িগ্রামের ফুলবাড়িয়া থানার বাসিন্দা। তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। তাদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখযোগ্যভাবে, গত ৪ মে থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ পুশইনের মাধ্যমে এক হাজারেরও বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে এ ধরনের আচরণ আন্তর্জাতিক মানবাধিকার ও দ্বিপাক্ষিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলেও মনে করছেন বিশ্লেষকরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তিন সীমান্ত দিয়ে ৩২ জনকে বিএসএফের পুশইন

সর্বশেষ আপডেট ১১:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফের পুশইনের মাধ্যমে তিনটি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে ৩২ জনকে। সোমবার (৯ জুন) গভীর রাত থেকে মঙ্গলবার (১০ জুন) ভোর পর্যন্ত দিনাজপুর, ঠাকুরগাঁও ও মেহেরপুর সীমান্ত দিয়ে এসব মানুষকে বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি তাদের আটক করে নাগরিকত্ব যাচাই-বাছাই করছে।

বিজিবি সূত্রে জানা যায়, দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে রাতের আঁধারে ১৩ জনকে ঠেলে দেয় বিএসএফ। তাদের মধ্যে রয়েছেন দুইজন পুরুষ, দুইজন নারী এবং ৯ শিশু। বিজিবির টহল দল তাদের সঙ্গে সঙ্গে আটক করে। একই সময়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত দিয়ে আরও সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। তাদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও তিন শিশু রয়েছে।

এছাড়া মঙ্গলবার ভোরে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে চার শিশুসহ ১২ জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয় বিএসএফ। ভোররাতে সীমান্তে সন্দেহজনক ঘোরাফেরা লক্ষ্য করে বিজিবি তাদের আটক করে এবং পরে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, “আটককৃতরা কুড়িগ্রামের ফুলবাড়িয়া থানার বাসিন্দা। তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। তাদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখযোগ্যভাবে, গত ৪ মে থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ পুশইনের মাধ্যমে এক হাজারেরও বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে এ ধরনের আচরণ আন্তর্জাতিক মানবাধিকার ও দ্বিপাক্ষিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলেও মনে করছেন বিশ্লেষকরা।