ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
যৌন হয়রানির অভিযোগ

তিন সদস্যের তদন্ত কমিটি বিসিবির

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 84

সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম ও সাবেক অধিনায়ক জাহানারা আলম। ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের ক্রিকেটে ঝড় ওঠে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের এক সাক্ষাৎকারে। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন তিনি।

সম্প্রতি দেশের ক্রিকেটে ঝড় ওঠে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের এক সাক্ষাৎকারে। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন তিনি। এ নিয়ে দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। দাবি ওঠে সুষ্ঠু তদন্ত ও বিচারের। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে তদন্ত কমিটি গঠনের কথা জানায় বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেদিন জানানো হয় কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। গতকাল রাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

তিন সদস্যের কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটিতে আছেন বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার সারওয়াত বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রী।

বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা আলম একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, মঞ্জুরুল তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে যৌন হয়রানি করেছেন। আরো কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেছেন, তারা তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন। ২০২১ সাল থেকে দেড় বছরের বেশি সময় ধরে ঘটে যাওয়া এসব ঘটনা বিসিবির শীর্ষ পর্যায়ে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন জাহানারা আলম।

তবে মঞ্জুরুল দেশের এক দৈনিকের কাছে দাবি করেছেন, জাহানারার সব অভিযোগই ভিত্তিহীন ও মিথ্যা।

আইসিসির সভায় যোগ দিয়ে গতকাল সন্ধ্যায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পরেই তদন্ত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যৌন হয়রানির অভিযোগ

তিন সদস্যের তদন্ত কমিটি বিসিবির

সর্বশেষ আপডেট ১২:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

সম্প্রতি দেশের ক্রিকেটে ঝড় ওঠে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের এক সাক্ষাৎকারে। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন তিনি।

সম্প্রতি দেশের ক্রিকেটে ঝড় ওঠে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের এক সাক্ষাৎকারে। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন তিনি। এ নিয়ে দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। দাবি ওঠে সুষ্ঠু তদন্ত ও বিচারের। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে তদন্ত কমিটি গঠনের কথা জানায় বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেদিন জানানো হয় কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। গতকাল রাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

তিন সদস্যের কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটিতে আছেন বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার সারওয়াত বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রী।

বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা আলম একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, মঞ্জুরুল তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে যৌন হয়রানি করেছেন। আরো কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেছেন, তারা তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন। ২০২১ সাল থেকে দেড় বছরের বেশি সময় ধরে ঘটে যাওয়া এসব ঘটনা বিসিবির শীর্ষ পর্যায়ে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন জাহানারা আলম।

তবে মঞ্জুরুল দেশের এক দৈনিকের কাছে দাবি করেছেন, জাহানারার সব অভিযোগই ভিত্তিহীন ও মিথ্যা।

আইসিসির সভায় যোগ দিয়ে গতকাল সন্ধ্যায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পরেই তদন্ত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।