তিন দিনেও খোঁজ মেলেনি বিএএফ শাহীন কলেজ শিক্ষার্থীর
- সর্বশেষ আপডেট ০৩:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 155
ঢাকার মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকা থেকে নিখোঁজ হয়েছে ১৩ বছর বয়সী আদি ইবনে জামান। তিন দিন পার হয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আদি বিএএফ শাহীন কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন পরিবার জানায়, গত রোববার (১৫ জুন) সকাল সোয়া ৯টার দিকে আদি বাসা থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। পরদিন তার বাবা মনিরুজ্জামান কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি অনুসারে, আদির গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি এবং ওজন প্রায় ২৮ কেজি। নিখোঁজের সময় তার পরনে ছিল পেস্ট রঙের হাফ হাতা গেঞ্জি ও নীল জিন্স প্যান্ট। তার মাথার চুল ছোট।
আদির বাবা বলেন, “নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও আশপাশের এলাকায় অনেক খোঁজ করেছি। কিন্তু কোথাও কোনো তথ্য পাওয়া যায়নি।”
এ বিষয়ে কাফরুল থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, “আদি কোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নেয়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, সে বাসা থেকে কিছু দূর পর্যন্ত হেঁটে গেছে। এরপর আর তাকে কোথাও দেখা যায়নি। আমরা তাকে খুঁজে বের করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
যদি কারো কাছে আদির কোনো খোঁজ বা তথ্য থাকে, তাহলে নিকটস্থ থানায় জানাতে বা পরিবারকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।



































