তিনজনকে রাষ্ট্রদূত নিযুক্ত করার খবর ভিত্তিহীন: প্রেস সচিব
- সর্বশেষ আপডেট ০৫:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 78
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, লামিয়া মোর্শেদ (এসডিজি বিষয়ক দূত), লুৎফে সিদ্দিকী (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত) ও তাঁর বোন হোসনা সিদ্দিকীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেবে বলে যে সংবাদ ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
প্রেসসচিব বলেন, ওই প্রতিবেদনে রাষ্ট্রদূতের মর্যাদা অবমাননা করা হয়েছে এবং তাদের নিয়োগ নিয়ে কল্পিত অভিযোগ তুলে ধরা হয়েছে। এ ধরনের রিপোর্ট স্পষ্টভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তিগত বিদ্বেষের প্রতিফলন। তিনি সাংবাদিকতার ন্যূনতম নীতি ও দায়িত্ববোধহীন এই প্রতিবেদনের তীব্র নিন্দা জানান এবং মানবজমিনকে প্রতিবেদনটি প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করার আহ্বান জানান।
এদিকে, লামিয়া মোর্শেদও নিশ্চিত করেছেন যে তিনি কূটনৈতিক পেশায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেননি এবং বর্তমানে তার দায়িত্ব যেখানে, সেখানে তিনি অব্যাহত রাখতে চান। তিনি জানান, ৩১ বছর আগে তিনি ইউনূস সেন্টারে যোগ দেন এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান, লামিয়া মোর্শেদ, লুৎফে সিদ্দিকী ও হুসনা সিদ্দিকীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে প্রেসসচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
































