ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তাহসানের আবারও বিয়ে নিয়ে মন্দিরার অভিমান

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 413

তাহসানের আবারও বিয়ে নিয়ে মন্দিরার অভিমান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে ঘিরে নিজের অনুভূতির কথা শেয়ার করেছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রসিকতার ছলে অভিমান নিয়ে মন্দিরা বলেন, “তাহসান কেন আবার বিয়ে করল, দরকার তো ছিল না!”

ছোটবেলা থেকেই তাহসানের গানের ভক্ত ছিলেন মন্দিরা। নিজের ক্যারিয়ারের শুরুতেও জানিয়েছিলেন, তাহসান তার ‘ক্রাশ’। তবে চলতি বছরের শুরুতে তাহসান মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করলে ভক্ত হিসেবে কিছুটা অভিমান বুকে চেপে রাখতেই হয় মন্দিরাকে।

সাক্ষাৎকারে তাহসান সম্পর্কে প্রশ্ন করা হলে প্রথমে রসিকভাবে জবাব দেন, “কে যেন? ওহ, তাহসান।” পরে বলেন, “হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। তাই ভুলে গেছি।”

একটু পরেই আবার বলেন, “একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায়ই মনে হয়। সত্যি করে বলতে, আমি সারা জীবন তাহসানের গানের ভক্ত থাকব। আমি যদি সাধারণ একজন মানুষ হতাম, মিডিয়ায় না থাকতাম, তাহলেও বলতাম— তাহসান ভাই, আপনাকে তো বিয়ে করার দরকার ছিল না!”

প্রসঙ্গত, তাহসান খান রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন একা ছিলেন। চলতি বছরের শুরুতে নতুন করে সংসার শুরু করেছেন রোজার সঙ্গে। বর্তমানে এই দম্পতি একসঙ্গে বেশ সুখেই আছেন।

অন্যদিকে, মন্দিরা সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘নীলচক্র’ সিনেমায় অভিনয় করেছেন। ২০১২ সালে ‘সেরা নাচিয়ে’ রিয়েলিটি শো দিয়ে শোবিজে পা রাখেন এবং ২০২৪ সালে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তাহসানের আবারও বিয়ে নিয়ে মন্দিরার অভিমান

সর্বশেষ আপডেট ০৬:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে ঘিরে নিজের অনুভূতির কথা শেয়ার করেছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রসিকতার ছলে অভিমান নিয়ে মন্দিরা বলেন, “তাহসান কেন আবার বিয়ে করল, দরকার তো ছিল না!”

ছোটবেলা থেকেই তাহসানের গানের ভক্ত ছিলেন মন্দিরা। নিজের ক্যারিয়ারের শুরুতেও জানিয়েছিলেন, তাহসান তার ‘ক্রাশ’। তবে চলতি বছরের শুরুতে তাহসান মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করলে ভক্ত হিসেবে কিছুটা অভিমান বুকে চেপে রাখতেই হয় মন্দিরাকে।

সাক্ষাৎকারে তাহসান সম্পর্কে প্রশ্ন করা হলে প্রথমে রসিকভাবে জবাব দেন, “কে যেন? ওহ, তাহসান।” পরে বলেন, “হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। তাই ভুলে গেছি।”

একটু পরেই আবার বলেন, “একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায়ই মনে হয়। সত্যি করে বলতে, আমি সারা জীবন তাহসানের গানের ভক্ত থাকব। আমি যদি সাধারণ একজন মানুষ হতাম, মিডিয়ায় না থাকতাম, তাহলেও বলতাম— তাহসান ভাই, আপনাকে তো বিয়ে করার দরকার ছিল না!”

প্রসঙ্গত, তাহসান খান রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন একা ছিলেন। চলতি বছরের শুরুতে নতুন করে সংসার শুরু করেছেন রোজার সঙ্গে। বর্তমানে এই দম্পতি একসঙ্গে বেশ সুখেই আছেন।

অন্যদিকে, মন্দিরা সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘নীলচক্র’ সিনেমায় অভিনয় করেছেন। ২০১২ সালে ‘সেরা নাচিয়ে’ রিয়েলিটি শো দিয়ে শোবিজে পা রাখেন এবং ২০২৪ সালে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।