ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মির্জা ফখরুল

তারেক রহমান যেদিন পা রাখবেন, দেশ যেন কেঁপে ওঠে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 89

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘খুব শিগগিরই’ দেশে ফিরছেন বলে ফের জোরালো বার্তা দিয়েছে দলটি। তবে তিনি ঠিক কবে দেশে ফিরবেন, তা খোলাসা করা হয়নি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দেওয়ার সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। এদিন সন্ধ্যায়ই ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার কথা রয়েছে।

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত; আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমাদের নেতা যেদিন আমাদের কাছে আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন; সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে… পারবেন তো। ইনশাআল্লাহ—সেইদিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।”

তিনি বলেন, এই লড়াই হচ্ছে নির্বাচনে জয় লাভ করার লড়াই, যাতে করে বিএনপি বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পায়। তিনি নেতা-কর্মীদের প্রতি ইস্পাতদৃঢ় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল।”

মির্জা ফখরুল বলেন, তাঁরা সামনের দিকে এগোতে এবং বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা করতে চান। একইসঙ্গে তিনি বলেন, “আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব; এ কথাটা খুব জোরেশোরে মনে রাখবেন।”

তিনি ‘অন্যদিক থেকে চেপে বসা আরেক ফ্যাসিজম’ এবং ‘প্রিয় ধর্মকে ব্যবহার করে বিভ্রান্ত করতে চাওয়া অপশক্তি’র বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “আজকে নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই। আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই; এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগুতে হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মির্জা ফখরুল

তারেক রহমান যেদিন পা রাখবেন, দেশ যেন কেঁপে ওঠে

সর্বশেষ আপডেট ০১:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘খুব শিগগিরই’ দেশে ফিরছেন বলে ফের জোরালো বার্তা দিয়েছে দলটি। তবে তিনি ঠিক কবে দেশে ফিরবেন, তা খোলাসা করা হয়নি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দেওয়ার সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। এদিন সন্ধ্যায়ই ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার কথা রয়েছে।

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত; আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমাদের নেতা যেদিন আমাদের কাছে আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন; সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে… পারবেন তো। ইনশাআল্লাহ—সেইদিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।”

তিনি বলেন, এই লড়াই হচ্ছে নির্বাচনে জয় লাভ করার লড়াই, যাতে করে বিএনপি বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পায়। তিনি নেতা-কর্মীদের প্রতি ইস্পাতদৃঢ় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল।”

মির্জা ফখরুল বলেন, তাঁরা সামনের দিকে এগোতে এবং বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা করতে চান। একইসঙ্গে তিনি বলেন, “আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব; এ কথাটা খুব জোরেশোরে মনে রাখবেন।”

তিনি ‘অন্যদিক থেকে চেপে বসা আরেক ফ্যাসিজম’ এবং ‘প্রিয় ধর্মকে ব্যবহার করে বিভ্রান্ত করতে চাওয়া অপশক্তি’র বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “আজকে নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই। আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই; এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগুতে হবে।”