তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু ২২ জানুয়ারি সিলেট মাজার থেকে
- সর্বশেষ আপডেট ১০:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 39
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল (র.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। আজ শনিবার (১৯ জানুয়ারী) বিএনপির মিডিয়া উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
একইদিন ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তারেক রহমান বলেন, “সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ জানুয়ারি থেকে আমাদের সকল পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরব।”
ইসি সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিএনপির মিডিয়া সূত্র জানায়, সিলেট প্রচারণা শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান মৌলভীবাজার ও শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন।
দলের ঐতিহ্য অনুযায়ী, বিএনপি প্রতি জাতীয় নির্বাচনে হযরত শাহজালাল (র.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে।
এর আগে শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর আপাতত স্থগিত করা হয়েছিল।































