তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা
- সর্বশেষ আপডেট ০৮:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 553
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা নিয়ে রাজধানীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মিরপুর কাফরুলের ফুড বাংলো রুফটপ রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাছিদ আঞ্জু।
তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক পরিকল্পনা নয়, এটি একটি পরিবর্তনের নকশা। এই লক্ষ্য বাস্তবায়নে অনলাইন কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াসিন আলী। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তারেক রহমানের ৩১ দফা জাতির দিকনির্দেশনা হিসেবে কাজ করছে। সাইবার ফোর্সকে ডিজিটাল মাধ্যমে এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের সভাপতি মো. মামুন রানা। তিনি বলেন, “৩১ দফা শুধু দলের নয়, এটি একটি জাতীয় রোডম্যাপ। দেশের প্রতিটি অনলাইন কর্মীকে এর পক্ষে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।”
বক্তারা বলেন, বর্তমান সরকারের নীতি ও দমন-পীড়নের ফলে দেশের গণতন্ত্র ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রেক্ষাপটে ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ জনগণের মাঝে নতুন আশার বার্তা বয়ে এনেছে।
সভায় উপস্থিত নেতারা একমত হন, ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় প্রচার ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই কর্মসূচির পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি করা সম্ভব হবে।































