তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই
- সর্বশেষ আপডেট ০৬:৪৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 53
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা আপত্তি নেই।
শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লিখেছেন, তারেক রহমানের আজকের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তার একক নিয়ন্ত্রণে নেই। এ বিষয়ে সরকারের কোনো নিষেধাজ্ঞা আছে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান, “এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি-নিষেধ বা আপত্তি নেই।”
একই সঙ্গে প্রেস সচিব উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


































