ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের ছবিতে এনসিপির আপত্তি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 74

তারেক রহমানের ছবিতে এনসিপির আপত্তি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও পোস্টার ব্যবহার করছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময়কালে এই আপত্তি জানান দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

তিনি বলেন, বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া। তার ছবি প্রার্থীরা ব্যবহার করলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দেখা যাচ্ছে, প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। এটাতে আমরা আপত্তি জানিয়েছি। ইসি এটিকে কীভাবে নিয়ন্ত্রণ করবে, সেটাই দেখার বিষয়।

জহিরুল ইসলাম মুসা আরও বলেন, আমাদের পক্ষ থেকে স্পষ্টভাবে একটি বিধিমালা দেখানো হয়েছে যে, দল থেকে মনোনীত কোনো প্রার্থী তার নিজের ছবি, প্রতীকের ছবি ও দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারবে না। তবে আমরা ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছি এবং তাদের জানিয়েছি, এটি বিএনপির ক্ষেত্রে কার্যকর করা সম্ভব কি না।

নির্বাচনের আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটারের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, তরুণ প্রজন্মের ভোটারের অন্তর্ভুক্তি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া জেনজিদেরও ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক রহমানের ছবিতে এনসিপির আপত্তি

সর্বশেষ আপডেট ০৫:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও পোস্টার ব্যবহার করছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময়কালে এই আপত্তি জানান দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

তিনি বলেন, বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া। তার ছবি প্রার্থীরা ব্যবহার করলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দেখা যাচ্ছে, প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। এটাতে আমরা আপত্তি জানিয়েছি। ইসি এটিকে কীভাবে নিয়ন্ত্রণ করবে, সেটাই দেখার বিষয়।

জহিরুল ইসলাম মুসা আরও বলেন, আমাদের পক্ষ থেকে স্পষ্টভাবে একটি বিধিমালা দেখানো হয়েছে যে, দল থেকে মনোনীত কোনো প্রার্থী তার নিজের ছবি, প্রতীকের ছবি ও দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারবে না। তবে আমরা ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছি এবং তাদের জানিয়েছি, এটি বিএনপির ক্ষেত্রে কার্যকর করা সম্ভব কি না।

নির্বাচনের আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটারের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, তরুণ প্রজন্মের ভোটারের অন্তর্ভুক্তি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া জেনজিদেরও ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।