নরসিংদী শ্রমিক দলের হুঁশিয়ারি
তারেক রহমানের অপমানে ঘরে বসে থাকব না
- সর্বশেষ আপডেট ০৯:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / 353
সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিএনপিসহ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার এবং মিডফোর্ড পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে নরসিংদী জেলা শ্রমিক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে নরসিংদী বিআরটিসি বাস ডিপু থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলস্টেশনে শেষ হয়। মিছিল ও সমাবেশে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের হাজার হাজার শ্রমিকদলের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন জেলা বিএনপির সহসভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি।
সমাবেশে প্রধান বক্তা রবিউল ইসলাম রবি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালালে শ্রমিক দলের নেতাকর্মীরা চুপ করে থাকবে না। জুলাই আন্দোলনে স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে শ্রমিক দল ও মেহনতি শ্রমজীবী সাহসী ভূমিকা পালন করেছে। আমরা তারেক রহমানের সৈনিক, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে সারা দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। জাতীয়তাবাদী শ্রমিকদের উত্তেজিত করলে কেউ শান্তি পাবে না। স্বৈরাচারী শেখ হাসিনার মতো দেশ ছেড়ে আপনরাও পালিয়ে যেতে বাধ্য হবেন।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে বিএনপির ৪০৫ জন নেতাকর্মী শহীদ হয়েছেন, যার মধ্যে নরসিংদীর মধাবদীর শ্রমিকদল নেতা জাহাঙ্গীর আলম শহীদ হয়ে আমাদের মাঝে অমর হয়ে থাকবেন। আমরা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”
সমাবেশে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভুইয়া, জেলা শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক শহীদ সরকার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মধাবদী শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল লতিফ, রায়পুরা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মুছা মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া, রায়পুরা পৌরসভা শ্রমিকদল সভাপতি হাবিবুল্লাহ হাবিব ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিয়া, শ্রমিকদল নেতা মোবারক হোসেন, শ্রমিকদল নেতা সুলতান মাহমুদ, শ্রমিকদল নেতা আপন মিয়া সহ জেলা শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।































