ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে বরণে প্রস্তুত কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০১:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 6

কুমিল্লায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী ফুলতলী মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।

দলীয় চেয়ারম্যানকে বরণে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর নেতারা ইতোমধ্যে মাঠ পরিদর্শন করেছেন এবং সার্বিক নজরদারি ও খোঁজখবর রাখছেন।

তারেক রহমানের জনসভাকে ঘিরে কুমিল্লার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বিএনপির নতুন চেয়ারম্যান কী বার্তা দিবেন তার অপেক্ষায় পুরো কুমিল্লাবাসি। প্রতিটি মোড় ও গুরুত্বপূর্ণ স্থান পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সর্বত্রই সাজ সাজ রব বিরাজ করছে।

কুমিল্লার সুয়াগাজী ফুলতলী মাঠের দক্ষিণ দিকে ৫০ ফুট প্রস্থ, ৭৫ ফুট দৈর্ঘ্যের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে একসঙ্গে কয়েকশ নেতার বসার ব্যবস্থা করা হয়েছে। মঞ্চের চতুর্দিকে কয়েক স্তরের বাঁশের বেষ্টনী দিয়ে মূল মঞ্চ সুরক্ষিত করা হয়েছে।

এদিকে জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক রহমানকে বরণে প্রস্তুত কুমিল্লা

সর্বশেষ আপডেট ০১:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

কুমিল্লায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী ফুলতলী মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।

দলীয় চেয়ারম্যানকে বরণে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর নেতারা ইতোমধ্যে মাঠ পরিদর্শন করেছেন এবং সার্বিক নজরদারি ও খোঁজখবর রাখছেন।

তারেক রহমানের জনসভাকে ঘিরে কুমিল্লার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বিএনপির নতুন চেয়ারম্যান কী বার্তা দিবেন তার অপেক্ষায় পুরো কুমিল্লাবাসি। প্রতিটি মোড় ও গুরুত্বপূর্ণ স্থান পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সর্বত্রই সাজ সাজ রব বিরাজ করছে।

কুমিল্লার সুয়াগাজী ফুলতলী মাঠের দক্ষিণ দিকে ৫০ ফুট প্রস্থ, ৭৫ ফুট দৈর্ঘ্যের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে একসঙ্গে কয়েকশ নেতার বসার ব্যবস্থা করা হয়েছে। মঞ্চের চতুর্দিকে কয়েক স্তরের বাঁশের বেষ্টনী দিয়ে মূল মঞ্চ সুরক্ষিত করা হয়েছে।

এদিকে জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।