তারেক রহমানকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে
- সর্বশেষ আপডেট ০৯:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 70
বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৪ আসনে দলের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অভিযোগ করেছেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে ‘গভীর ষড়যন্ত্র’ চালানো হচ্ছে।
শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর রাইছাতুন নেছা উচ্চবিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব মন্তব্য করেন।
কায়কোবাদ বলেন, “তারেক রহমানকে নিয়ে নানা ধরনের অপচেষ্টা চলছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন।”
খালেদা জিয়াকে কেন্দ্র করেও অন্যায় হয়েছে দাবি করে তিনি বলেন, “ওনার স্বামীকে হত্যা করা হয়েছে, সন্তানকে হত্যার পথে ঠেলে দেওয়া হয়েছে। তাকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছিল, তবুও তিনি আপস করেননি। তার মুক্তি আল্লাহর বিশেষ রহমত। সারা মুরাদনগরজুড়ে তার সুস্থতার জন্য পাঁচ শতাধিক কোরআন খতম করা হয়েছে।”
জামায়াতের স্থানীয় প্রার্থীকে উদ্দেশ্য করে কায়কোবাদ বলেন, “কোরআনের বিধান প্রতিষ্ঠার কথা বলার আগে নিজেদের জীবনে তা বাস্তবায়ন করতে হয়। তিনি পাঁচ বছর ভাইস চেয়ারম্যান থাকলেও এলাকায় কোনো উল্লেখযোগ্য কাজ করেননি—একটা টিউবওয়েল কিংবা কোনো শিক্ষা–প্রতিষ্ঠানও করেননি। তার বিষয়ে স্থানীয়দেরই সিদ্ধান্ত নিতে হবে।”
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে কায়কোবাদ বলেন, “আমার বিরুদ্ধে যাবজ্জীবন দণ্ড ছিল। আদালতে হাজিরা দিতে হয়নি, কোনো কাগজে সই করতে হয়নি—আল্লাহই আমাকে মুক্ত করেছেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।
































