ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
একুশ আগস্ট গ্রেনেড হামলা

তারেক-বাবরের খালাসে আপিল শুনানি

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:২৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 121

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার খালাসপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ, বৃহস্পতিবার (২৪ জুলাই)।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই আপিল শুনানির জন্য নির্ধারিত রয়েছে। এর আগে গত ১৭ জুলাই আপিল শুনানি শুরু হয় এবং আদালত আজকের দিন ধার্য করেন পরবর্তী শুনানির জন্য।

রাষ্ট্রপক্ষ থেকে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অপরদিকে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মো. মাকসুদ উল্লাহ ও অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে বিচারিক আদালতের দেয়া সাজা বাতিল করে তারেক রহমান, বাবরসহ সব আসামিকে খালাস দেন। এরপর রাষ্ট্রপক্ষ পৃথকভাবে হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আপিলের অনুমতি চেয়ে আবেদন করে। গত ১ জুন আদালত আপিলের অনুমতি (লিভ টু আপিল) মঞ্জুর করে।

২১ আগস্ট গ্রেনেড হামলা
২১ আগস্ট গ্রেনেড হামলা

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় অন্তত ২৪ জন নিহত হন এবং শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। শেখ হাসিনাকে লক্ষ্য করে চালানো ওই হামলাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর, যেখানে ৭৯ পৃষ্ঠার দুটি পৃথক রায়ে সব আসামিকে খালাস দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষ চূড়ান্ত আপিল করে যা আজ শুনানির পর্যায়ে পৌঁছেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একুশ আগস্ট গ্রেনেড হামলা

তারেক-বাবরের খালাসে আপিল শুনানি

সর্বশেষ আপডেট ১১:২৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার খালাসপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ, বৃহস্পতিবার (২৪ জুলাই)।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই আপিল শুনানির জন্য নির্ধারিত রয়েছে। এর আগে গত ১৭ জুলাই আপিল শুনানি শুরু হয় এবং আদালত আজকের দিন ধার্য করেন পরবর্তী শুনানির জন্য।

রাষ্ট্রপক্ষ থেকে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অপরদিকে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মো. মাকসুদ উল্লাহ ও অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে বিচারিক আদালতের দেয়া সাজা বাতিল করে তারেক রহমান, বাবরসহ সব আসামিকে খালাস দেন। এরপর রাষ্ট্রপক্ষ পৃথকভাবে হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আপিলের অনুমতি চেয়ে আবেদন করে। গত ১ জুন আদালত আপিলের অনুমতি (লিভ টু আপিল) মঞ্জুর করে।

২১ আগস্ট গ্রেনেড হামলা
২১ আগস্ট গ্রেনেড হামলা

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় অন্তত ২৪ জন নিহত হন এবং শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। শেখ হাসিনাকে লক্ষ্য করে চালানো ওই হামলাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর, যেখানে ৭৯ পৃষ্ঠার দুটি পৃথক রায়ে সব আসামিকে খালাস দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষ চূড়ান্ত আপিল করে যা আজ শুনানির পর্যায়ে পৌঁছেছে।