তারুণ্য ধরে রাখার ঘরোয়া উপায়
- সর্বশেষ আপডেট ০৮:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 80
বয়সের ছাপ যেন মুখে পরে না- এই চাওয়া সকলেরই। আর সেই চাওয়াকে বাস্তবে রূপ দিতে অনেকেই ব্যয়বহুল প্রসাধনী কিংবা পার্লারের কেমিক্যাল ট্রিটমেন্টের দিকে ঝুঁকে পড়েন। তবে স্বাস্থ্য সচেতন ও প্রাকৃতিক পন্থার অনুসারীদের জন্য তিসি বীজ এক অনন্য উপাদান। সম্প্রতি সৌন্দর্য সচেতনদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে একটি ঘরোয়া রূপচর্চার উপাদান – তিসি দিয়ে তৈরি প্রাকৃতিক বোটক্স জেল। বিশেষজ্ঞদের মতে এটি বলিরেখা দূর করে ত্বক টানটান রাখে এবং তারুণ্য ধরে রাখতে সহায়তা করে।
তিসি কি কাজ করে?
তিসি বা ফ্লাক্সসিডে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগো -৩ ফ্যাটি অ্যাসিড, এন্ডিঅক্সিডেন্ট যা ত্বকের বার্ধক্য প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে। এটি ত্বকের কোলাজেন উৎপাদনে সহায়তা করে ফলে ত্বক হয়ে ওঠে টানটান ও প্রাণবন্ত।
রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন, তিসি দিয়ে তৈরি এই জেল মুখে মাস্ক হিসেবে ব্যবহার করলে এটি প্রাকৃতিক বোটক্সের মত কাজ করে।নিয়মিত ব্যবহারে মুখের বলিরেখা হ্রাস পায় এবং ত্বক ফিরে পায় উজ্জ্বলতা ও কোমলতা।
তিসির বোটক্স জেল তৈরির পদ্ধতি:
উপকরণ :
২ টেবিল চামচ তিসি বীজ
১ কাপ পানি
প্রস্তুত প্রণালী:
তিসিবীজ পানিতে ফুটিয়ে নিন ৭-১০ মিনিট। মিশ্রণটি জেলির মতো হয়ে গেলে ঠান্ডা করে ছেঁকে ফেলুন।
কিভাবে ব্যবহার করবেন?
রাতে মুখ ধুয়ে পরিষ্কার ত্বকে তিসির জেল লাগিয়ে ২০-৩০ মিনিট রাখুন। এরপর নরমাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করুন।
সংরক্ষণ করা যাবে কি!
এটি ফ্রিজে রেখে ৫-৭ দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন।
রূপচর্চায় প্রাকৃতিক উপাদান ব্যবহারের চাহিদা দিন দিন বাড়ছে। তিসির মতো সহজলভ্য ও কার্যকরী উপাদান দিয়ে তৈরি প্রাকৃতিক বোটক্স জেল হতে পারে একটি স্বাস্থ্যকর বিকল্প, যা ব্যয়বহুল ট্রিটমেন্ট ছাড়াই আপনার ত্বকে ফিরিয়ে দিতে পারে তারুণ্য ও উজ্জ্বলতা।





































